বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

বালিয়াডাঙ্গীতে বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আলোচনা সভা

মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বিএনপির উদ্যোগে আজ মঙ্গলবার (২৫ মার্চ) বালিয়াডাঙ্গী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইফতার মাহফিল, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন-ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর মহাসচিব ও বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির সহ সভাপতি ডাক্তার আব্দুস সালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-ঠাকুরগাঁও- ২ আসনের সাবেক সংসদ সদস্য জেড মতূর্জা চৌধুরী তুলা, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ২ নং চাড়োল ইউপির সাবেক চেয়ারম্যান আবু হায়াত নুরুন্নবী।
ইফতার পূর্বে আলোচনা সভায় বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সহ সভাপতি আইয়ুব আলী খাঁন, সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহাবুবর রহমান, ১ নং পাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট জিল্লুর রহমান, সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবেদুর রহমান,। উপজেলা বিএনপির প্রয়াত সভাপতি রাজিউর রহমান চৌধুরীর ছেলে অয়ন চৌধুরী, সেচ্ছাসেবক দলের সভাপতি জুলফিকার আলী শাহ, উপজেলা শ্রমিক দলের সভাপতি দবিরুল ইসলাম, তাতীদলের সভাপতি আব্দুর রাজ্জাক।
ইফতার পূর্বে দোয়া পাঠ করেন-উপজেলা ওলেমা দলের সাধারণ সম্পাদক মাওলানা হাসান।
এসময় উপস্থিত ছিলেন – উপজেলা বিএনপির তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদসহ এলাকার প্রায় দুই হাজারের বেশী বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

সম্পর্কিত