মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চারোল ইউনিয়নের এর মধ্যে চারোল গ্ৰ্যামে পূর্ব শত্রুতার জেরে দিনে দুপুরে মাঠের গম কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে (০৪ ফেব্রুয়ারি ) রাতে উপজেলার চারোল ইউনিয়নের মধ্যে চারোল গ্রামের মৃত নিজত উদ্দিনের ছেলে গোলাম রহমান বাদী হয়ে একই গ্রামের মৃত ঢাডু মোহাম্মদ এর ছেলে আবু সাঈম ও সুমন আলী , মাসুম আলী, খাইরুল হকসহ অজ্ঞাতনামা আরও ৪- ৫ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরের সময় দেশীয় অস্ত্রসহ কাস্তে, বাঁশের বাঁক ও রশি নিয়ে পৈতৃক সূত্রে পাওয়া ১৩ শতাংশ তফশীল জমি থেকে গম খেত কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ওই জমির মালিক গোলাম রহমান প্রায় ৯ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, গম খেত কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।