শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বালিয়াডাঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে দুর্বৃত্তরা কেটে নিয়ে গেলো মাঠের গম খেত

মোঃ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং চারোল ইউনিয়নের এর মধ্যে চারোল গ্ৰ্যামে পূর্ব শত্রুতার জেরে দিনে দুপুরে মাঠের গম কেটে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে (০৪ ফেব্রুয়ারি ) রাতে উপজেলার চারোল ইউনিয়নের মধ্যে চারোল গ্রামের মৃত নিজত উদ্দিনের ছেলে গোলাম রহমান বাদী হয়ে একই গ্রামের মৃত ঢাডু মোহাম্মদ এর ছেলে আবু সাঈম ও সুমন আলী , মাসুম আলী, খাইরুল হকসহ অজ্ঞাতনামা আরও ৪- ৫ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরের সময় দেশীয় অস্ত্রসহ কাস্তে, বাঁশের বাঁক ও রশি নিয়ে পৈতৃক সূত্রে পাওয়া ১৩ শতাংশ তফশীল জমি থেকে গম খেত কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা। এতে ওই জমির মালিক গোলাম রহমান প্রায় ৯ হাজার টাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি লিখিত অভিযোগ করেন। এ বিষয়ে বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ ফিরোজ কবির বলেন, গম খেত কাটার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত