বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

বালিয়াডাঙ্গীতে পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ

মোঃমনিরুজ্জামান অনিক, বালিয়াডাঙ্গী প্রতিনিধি: জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান বুধবার (১৫ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ ও প: প: কর্মকর্তা শাকিলা আকতার।
এ সময় বক্তৃতা করেন আবাসিক মেডিকেল অফিসার আসাদুজ্জামান সজিব, উপজেলা প্রাণী সম্পদ অফিসার নাসিরুল ইসলাম, উপজেলা মৎস অফিসার জোসনা আরা বেগম , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অতুল চন্দ্র রায়,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: মোজাম্মেল হক, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এন এম নুরুল ইসলাম ও যুগ্ন সাধারণ সম্পাদক জানে আলম প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধান,হাসপাতালের চিকিৎসক, নার্স, এনজিও প্রতিনিধি, শিক্ষক বৃন্দ ও বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রী সহ প্রেস ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।

সম্পর্কিত