মোঃ সাইফুল ইসলাম বালিয়াডাঙ্গী ঠাকুরগাঁও প্রতিনিধি,
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জমি নিয়ে বিরোধের জের ধরে (২৪ মার্চ) সকাল ৯ ঘটিকার সময় ৫০টি ইউ গাছ প্রতিপক্ষ কেটে ফেলেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার উওর নিটালডোবা গ্রামে দুর্বৃত্তরা ৫০টি ইউ গাছ কেটে ফেলে। এ ঘটনায় তফসিল বণীত জমির মালিক মফিজ উদ্দিন চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৬ থেকে ৮ জনকে আসামি করে বালিয়াডাঙ্গী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। মফিজ উদ্দিনের ছেলে নাশিরুল জানান, তাঁদের বাড়ি থেকে একটু দূরে রাস্তা সংলগ্ন সারে ১০ শতক জমির ওপর ইউকেলেকটার গাছ এবং খরি ঘর ও গরু রাখার জন্য ছাওনি আছে আমার। রবিবার সকালে দুর্বৃত্তরা ৫০ টি ইউকেলেকটার গাছ কেটে ফেলে।
মফিজ উদ্দিন এর ছেলে জানান, পার্শ্ববর্তী শৌলাদোকাচি মৌজার ২৬ শতক জমি নিয়ে দক্ষিণ নিটালডোবা গ্রামের ফরমু , ঝড়ুয়া, মসলিম উদ্দিন এর সঙ্গে ছয় মাস ধরে তাঁদের বিরোধ চলছে। এ জের ধরেই তাঁদের গাছগুলো কেটে ফেলা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। যোগাযোগ করা হলে বালিয়াডাঙ্গী থানা তদন্ত কর্মকর্তা (মামুন) বলেন আমরা একটি অভিযোগ পেয়েছি ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।