মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দির বহরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

মোঃ নুরুল ইসলাম, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি ঃ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বহরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির দিবাসিক নির্বাচন সম্পূর্ণ হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বালিয়াকান্দির বহরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আনন্দমুখর পরিবেশে সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে টানা বিকাল ৪ টা পর্যন্ত। বিদ্যালয়ের অধ্যায়নরত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে, নির্বাচনী শৃঙ্খলা রক্ষা করে তাদের অন্ধের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন, বালিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম। সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন চারজনের বিপরীতে ১১ জন প্রার্থী। এবং সংরক্ষিত মহিলা সদস্য হিসাবে একজনের বিপরীতে নির্বাচনে অংশ নেন তিনজন প্রার্থী।

অভিভাবক সদস্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন, আব্দুল্লাহ আল মামুন, আব্দুস শুকুর খান, আব্দুল হান্নান মিয়া, গোলাম মোস্তফা শেখ, মোহাম্মদ ফারুক হোসেন, মোঃ রুবেল আক্তার সুমন, মোহাম্মদ সেলিম রেজা ও মোহাম্মদ মাসুদ ইকবাল। সংরক্ষিত নারী সদস্য হিসাবে অংশগ্রহণ করেন, অনিতা ভৌমিক, মাধবী বনিক ও শামছুন নাহার।

এদের মধ্য থেকে, আব্দুল্লাহ আল মামুন ৫২২ ভোট পেয়ে প্রথম স্থান, গোলাম মোস্তফা শেখ ৪৮১ ভোট পেয়ে দ্বিতীয় স্থান, আব্দুস শুকুর খান ৫৬৮ ভোট পেয়ে তৃতীয় স্থান ও মোঃ আব্দুল হান্নান মিয়া ৫৫৭ ভোট পেয়ে চতুর্থ স্থান অধিকারের মাধ্যমে বিজয় অর্জন করেন।
এদের নিকটতম প্রতিদ্বন্দ্বীরা হলেন, মোহাম্মদ ফারুক হোসেন ২৩৯, মোঃ রুবেল আক্তার সুমন ২৮২, মোহাম্মদ সেলিম রেজা ২৭০ ও মোঃ মাসুদ ইকবাল ২১৫ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ নেন।

সংরক্ষিত নারী সদস্য হিসেবে অনিতা ভৌমিক ৩৩৭ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাধবী বণিক পেয়েছেন ১৯০ ভোট এবং শামছুন নাহার পেয়েছেন ২৪৯ ভোট।

শিক্ষক প্রতিনিধি হিসেবে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করেন তারা হলেন, মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী, পঙ্কজ কুমার ভৌমিক ও সুধাংশু কুমার সাহা। এদের মধ্য থেকে মোহাম্মদ ইয়াকুব আলী চৌধুরী ১৯ ভোট ও পঙ্কজ কুমার ভৌমিক ১৫ ভোট পেয়ে নির্বাচিত হন। নারী শিক্ষক প্রতিনিধি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন দুইজন। এরা হলেন জান্নাতুল ফেরদৌস ১৩ ভোট পেয়ে বিজয়ী হন, তার নিকটতম প্রতিদ্বন্দী ইসমত আরা পান ১০ ভোট।

নির্বাচন পরিচালনা কমিটির প্রিসাইডিং অফিসার উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, অনেক জল্পনা কল্পনার পর সুষ্ঠু, সুন্দর, সুশৃংখল পরিবেশে বহরপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন করতে পেরে আমি পুলিশ প্রশাসন, গ্রাম পুলিশ সদস্য ও ভোটারবৃন্দের কাছে কৃতজ্ঞ। সকলের সার্বিক সহযোগিতায় নির্বাচনটি সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে।

সম্পর্কিত