বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ী বালিয়াকান্দিতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট দিতে গিয়ে স্ট্রোক করে ইউসুফ মন্ডল নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ মে) সকাল ১০ টার দিকে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুরে বড়ই চারা সরকারি প্রাথমকি বিদ্যালয়ে এ মৃত্যুর ঘটনা ঘটে।
ইউসুফ মন্ডল বালিয়াকান্দির নবাবপুরের চরদক্ষিণবাড়ি গ্রামের বাসিন্দা।
উক্ত ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা উপসহকারী উপপরিদর্শক (এএসআই) আব্দুর রহমান এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোট দিতে এসে হঠাৎ করেই মাঠে অসুস্থ হয়ে পড়েন ভোটার ইউসুফ মন্ডল। পরে স্থানীয়রা তাকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নেওয়ার পর তার মৃত্যু হওয়ার সংবাদটি পেয়েছি।
স্থানীয় বাসিন্দা মোতালেব মিয়া বলেন, ইউসুফ মন্ডল ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। ভোট দিতে এসে স্ট্রোক করে মারা যান তিনি।
জানা গেছে, নবাবপুরে বড়ই চারা সরকারি প্রাথমকি বিদ্যালয় কেন্দ্রে ভোটার রয়েছেন ৩ হাজার ৪৯০ জন। উপজেলা পরিষদ নির্বাচনে দুজন চেয়ারম্যান, ছয়জন ভাইস চেয়ারম্যান ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।