বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি :রাজবাড়ীর বলিয়াকান্দিতে ৫০ পিস ইয়াবাসহ একজনকে ইফতার করেছে কালিয়াকান্দি থানা পুলিশ।
বুধবার (৩১ জানুয়ারি) রাতে বলিয়াকান্দি থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ লিমন শেখ (২৬) নামে এক যুবককে আটক করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জেলার বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের পাইককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদকদ্রব্য ক্রয় বিক্রয় চলছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াকান্দি থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ রাজিবুল ইসলাম, সহকারি উপ পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ঘটনা স্থলে উপস্থিত হলে পুলিশি স্থিতি টিপে মাদক ব্যবসায়ী লিমন শেখ পালিয়ে যেতে চাই। এ সময় পুলিশ তাকে আটক করে এবং দেহতল্লাশি করে তার নিকট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করে। যার অবৈধ মূল্য ১৫ হাজার টাকা
পরে রাতেই আটককৃত মাদক ব্যবসায়ী লিমন শেখের বিরুদ্ধে বালিয়াকান্দি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।