বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দিতে মোটরসাইকেল মেকানিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধিঃরাজবাড়ীর বালিয়াকান্দিতে নরেশ চন্দ্র বিশ্বাস (৫৪) নামে এক মোটরসাইকেল মেকানিকের বাড়ীর পাশের গাছের সাথে ঝুলন্ত মরদেহ পুলিশ উদ্ধার করেছে। তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের চৌধুরী পাড়া গ্রামের নরেন্দ্রনাথ বিশ্বাসের ছেলে ও বালিয়াকান্দি কলেজ এলাকায় মোটরসাইকেল মেকানিকের কাজ করতেন। তিনি উপজেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

সোমবার ভোর ৫টার দিকে বালিয়াকান্দি সদর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের বাড়ির পুর্ব পাশে গাব গাছের সাথে কাপড় গলায় পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে ধারনা করা হচ্ছে, তিনি আত্নহত্যা করেছেন।

বালিয়াকান্দি থানার এসআই আশরাফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত