বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে মিথ্যা ও বানোয়াট যুক্তি উপস্থাপন করে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের চরিত্র হননের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যগণ।
বুধবার (০৪ সেপ্টেম্বর) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার ১নং ইসলামপুর ইউনিয়নের শেকাড়া গ্রামে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোঃ দিলু মিয়ার পরিবারের লোকজন নিজ বাড়ীতে সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিথ্যা বানোয়াট ভিত্তিহীন অভিযোগে অভিযুক্ত এবং এলাকার সন্ত্রাসীদের ভয়ে পালিয়ে বেড়ানো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর অবসরপ্রাপ্ত সৈনিক ও ব্যবসায়ী মোঃ দিলু মিয়ার অসুস্থ স্ত্রী মোছাঃ চামেলী আক্তার।
তিনি অভিযোগ করে বলেন, আমি চরমভাবে অসুস্থ। এরপরও আমার স্বামী সদ্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) অবসরপ্রাপ্ত সৈনিক এবং একমাত্র মেয়েকে নিয়ে শেকাড়া গ্রামে নিজ বাড়ীতে বসবাস করি। আমার স্বামী একজন সফল ব্যবসায়ী। সম্প্রতি আমি কঠিন রোগে আক্রান্ত হয়ে চলাফেরা করতে পারিনা। আমার স্বামী অনেক চিকিৎসা করিয়েছে এখন কিছুটা ভালো আছি। গত ৫ আগষ্ট শেখ হাসিনার সরকার পতনের পর স্থাণীয় একদল উশৃংখল, ও চিহ্ণিত মাদক সেবি ও ব্যবসায়ীরা মিলে আমার স্বামীকে এলাকার মধ্যে সন্ত্রাসী, প্রতারক, চাঁদাবাজ, ধর্ষক, জমি দখলকারী হিসাবে চিহ্নিত করার হিন পাঁয়তারা চালিয়ে আসছে। মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন বক্তব্য দিয়ে সাংবাদিক সম্মেলন করে এই চক্রটি।
এর আগে গত ৬ আগষ্ট রাতে আমার স্বামীকে হত্যা করার উদ্দেশ্যে একদল সন্ত্রাসী আমাদের বাড়ীতে হামলা চালায়। এবং দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুর্তিমান আতঙ্কের মত ঘরসহ ঘরের ভেতর থাকা আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে।
ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায় হামলাকারীরা।
এবিষয়ে গত ২১ আগষ্ট দিলু মিয়া বাদী হয়ে রাজবাড়ীর আমলি আদালতে একটি মামলা দায়ের করেন।
অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে গত ২৪ আগষ্ট কিছু মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন যুক্তি তুলে সাংবাদিক সম্মেলন করে। আমরা তীব্র প্রতিবাদ জানাই।
চামেলী আরও বলেন, আমার স্বামীর বিরুদ্ধে এলাকায় জমি দখল, চাঁদাবাজি, ধর্ষণ, সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগ করেন তার।
যদি এমন কিছু করে থাকতো তার বিরুদ্ধে এসংক্রান্ত অভিযোগ স্থানীয় থানা বা আদালতে থাকতো।
মূলত এই চক্রটি আমাদেরকে এই গ্রামে থাকতে দিবে না। এজন্যই তারা বিভিন্নভাবে আামাদের হয়রানি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আপনাদের মাধ্যমে এর প্রতিকার আশা করছি।