সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দিতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ নুরুল ইসলাম, বালিয়াকান্দি প্রতিনিধিঃরাজবাড়ীর বালিয়াকান্দিতে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ মে) সকালে জেলার বালিয়াকান্দি উপজেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাচন কার্যালয়ের আয়োজনে জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ির সুযোগ্য জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু কায়সার খান । বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জি,এম আবুল কালাম আজাদ পিপিএম ও অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ মোসের্দা খাতুন।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার ভূমি হাসিবুল হাসান, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন, বালিয়াকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ। এসময় সূধীজন ও ভোট গ্রহনকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কর্মশালায় আগামী ২১ মে মঙ্গলবার রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলা নির্বাচনে ভোট গ্রহণকারী প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং কর্মকর্তাগণ অংশ গ্রহণ করেন।

সম্পর্কিত