মোঃ নুরুল ইসলাম, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধিঃ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও সচেতনামূলক সভা হয়েছে। ‘স্মার্ট ভূমি সেবার ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার দুপুরের দিকে উপজেলা ভূমি অফিসের আয়োজনে বালিয়াকান্দি উপজেলা পরিষদ চত্ত্বরে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে এ উদ্বোধন করেন, উপজেলা নিবার্হী অফিসার কাবেরী রায়। পরে ভূমি অফিস থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বালিয়াকান্দি সহকারী কমিশনার (ভূমি) হাসিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে রুপান্তর করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। তার প্রতিপাদ্য হিসেবে সকল ভূমি অফিসকে স্মার্ট সেবার ব্যবস্থা করতে হবে। ইউনিয়ন ভূমি অফিস গুলোতে স্মার্ট ভূমি সেবা দিতে হবে। এছাড়া ভূমি অফিসে কোন ব্যক্তি এসে সেবার নামে হয়রানি এবং দালাল দ্বারা কোন সেবা গ্রহিতা হয়রানি না হয় সেদিকে নজর দিতে হবে। সরকারের ডিজিটালাইজেশনের অন্যতম সেবা হচ্ছে ভূমি সেবা ডিজিটালাইজেশন। এতে কোন নগদ লেনদেন ছাড়াই ভূমিসেবা গ্রহীতারা কোন সময় ক্ষেপন ও হয়রানিমুক্তভাবে ভূমি অফিস থেকে সেবা নিতে পারছেন। সময়ের ব্যবধানে স্ব-শরীরে উপস্থিত না হয়েও অনলাইনের মাধ্যমে সরকারি যে কোন সেবা গ্রহণ করতে পারবেন।
এ সভায় উপজেলার ইউনিয়ন ভূমি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ছিলেন।