রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি
রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে জিলহজ, ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজ

মোঃ নুরুল ইসলাম, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধিঃবৃষ্টির আশায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে সালাতুল ইস্তিখারা (বিশেষ নামাজ) আদায় করেছেন এলাকাবাসী।

আজ মঙ্গলবার (২৩এপ্রিল) দুপুরে উপজেলার নারুয়া ইউনিয়নের নারুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদেের সামনে ফুটবল মাঠে এই বিশেষ  নামাজ অনুষ্ঠিত হয়

এ নামাজে তুই  তিন শত ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

সারা দেশের ন্যায় এ জেলায়ও প্রচণ্ড তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বৃষ্টি না হওয়ায় নষ্ট হচ্ছে ফসল। নেমে গেছে পানির স্তর। দেখা দিয়েছে পানির তীব্র সংকট। রোদ আর গরমে অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষ। তাই এই সালাতুল ইস্তিখারা আদায় করেন এলাকাবাসী।

নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করেন নারুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম মৌলানা মোঃ শহিদুল ইসলাম।

নারুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের নিয়মিত মুসল্লী সহ নারুয়ার বিভিন্ন এলাকা থেকে আগত ধর্মপুরাণ মুসল্লিগণ এই বিশেষ নামাজে অংশগ্রহণ করে মহান আল্লাহ তাআলার নিকট এক পসরা বৃষ্টির জন্য বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন। এ সময় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, দানবীর ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত