শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দিতে গ্রাম পুলিশ সদস্য রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি ঃ

রাজবাড়ী বালিয়াকান্দি উপজেলা পরিশোধ চত্বরে নির্বাচনী কেন্দ্রে পাড়ায় থাকা অবস্থায় গ্রাম পুলিশ সদস্য রঞ্জিত কুমার দে’র রহস্যজনক মৃত্যুর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলা পরিষদ সত্যরে উপজেলার সাতটি ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন অনুষ্ঠানে গ্রাম পুলিশ বাহিনীর সভাপতি মোহাম্মদ আরিফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম। বাহিনী সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, কোষাধ্যক্ষ অসিত কুমার দাস, নিহত গ্রাম পুলিশ রঞ্জিত কুমারদের চাচা কালাচান দে বক্তব্য রাখেন।

এ সময় বক্তাগণ গ্রাম পুলিশ সদস্য রঞ্জিত কুমার দে রহস্যজনক মৃত্যুর ঘটনাকে সুষ্ঠু তদন্তপুর ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে বিচারের আওতায় আনার দাবি জানান। গ্রাম পুলিশ সদস্য রঞ্জিত কুমার দে গত ৬ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশক্রমে চর আরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনী কেন্দ্র পাহাড় দায়িত্বে ছিলেন। গভীর রাতে প্রকৃতির ডাকে সারা দিতে বাথরুমের পাশে গেলে কে বা কাহারা তাকে হত্যা করে বলে অভিযোগ করেন বক্তারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আমরা মৃত্যুর সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলা প্রশাসকের তহবিল থেকে কিছু অর্থ প্রদান করেছি। তার সন্তান যদি গ্রাম পুলিশে চাকরি করতে চাই আমরা সেটা দিয়ে দুয়ার ব্যবস্থা করব। যদি অন্য কোন চাকরি করতে চাই সেখানেও আমাদের পক্ষ থেকে জোর সুপারিশ থাকবে। যেহেতু রঞ্জিত কুমার দে সরকারি ডিউটি পালন করতে গিয়ে হত্যার শিকার হয়েছেন এখানে আমাদের অনেক কিছুই করবার আছে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বিভিন্ন প্রকার অভিযান শুরু করেছেন। অপরাধী যেই হোক তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। আমরা আশা করছি খুব দ্রুতই এর একটা সমাধান করতে পারব।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত