বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি ঃরাজবাড়ীর বালিয়াকান্দিতে গলায় ফাঁস দিয়ে আব্দুল মতিন (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।
বুধবার (১৫ মে) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলা সদরের ইকরচর গ্রামে এ ঘটনা ঘটে।
ভিকটিম আব্দুল মতিন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী রাজধরপুর গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে পরিষদ।
সে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইকরচর গ্রামে ভগ্নিপতি রিপনের বাড়িতে থাকতো।
এলাকাবাসী ও প্রতিবেশী সূত্রে জানা যায়, ভিকটিম আব্দুল মতিন দীর্ঘদিন যাবত মানসিক সমস্যায় ভোগার কারণে ভগ্নিপতি রিপনের বসত ঘরের ফ্যান লাগানো হুকের সাথে গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
সংবাদ পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ঘটনাস্থলেই ছিল।