বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

বালিয়াকান্দিতে কিশোরী স্কুল ছাত্রীর জন্ম দেওয়া নবজাতক উদ্ধার

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি ঃরাজবাড়ীর বালিয়াকান্দিতে ৮ম শ্রেণীতে পড়ুয়া এক কিশোরী (১৪) র সদ্যজাত নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করেছে।

জানা গেছে, বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বারমল্লিকা গ্রামের ৮ম শ্রেণীতে পড়ুয়া এক অবিবাহিত কিশোরী (১৪) মঙ্গলবার রাতে সন্তান প্রসব করে। বিষয়টি জানাজানির ভয়ে শিশুটিকে ওই কিশোরীর মা নারুয়া ইউনিয়নের বাকসাডাঙ্গী গ্রামে তার বোনের নিকট রেখে আসে। বুধবার রাতে মারা যায় শিশুটি। পরে বৃহস্পতিবার দুপুরে বালিয়াকান্দি থানা পুলিশ লাশ উদ্ধার করে।

কিশোরীর খালা কুলসুম বলেন, তার বোনের মেয়ের পাশের বাড়ীর একটি ছেলের সাথে প্রেমের সম্পর্ক। এতে তার পেটে বাচ্চা আসে এবং সন্তান প্রসব করে। বিষয়টি নিয়ে লোকলজ্জার ভয়ে বাচ্চাটি তার বাড়ীতে রেখে যায়। মারা যাওয়ায় দুপুরে পুলিশ লাশ থানায় নিয়ে গেছে।

বালিয়াকান্দি থানার এসআই পল্লব কুমার সরকার বলেন, শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। ডিএনএ টেস্টের নমুনা সংগ্রহ ও ময়না তদন্তের জন্য রাজবাড়ী মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পর্কিত