মোঃ নুরুল ইসলাম, বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি:
রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী ও হীরক জয়ন্তী পালিত হয়েছে।
রোববার (২৩ জুন) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দলের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুল আলম মিয়া সুফির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম। বিশেষ অতিথি উপজেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এহসানুল হাকিম সাধন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ কে এম ফরিদ হোসেন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ হারুন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মেদ আলী মাষ্টার, বালিয়াকান্দি ইউনিয়ন চেয়ারম্যান আলমগীর হোসেন বিশ্বাস, জঙ্গল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কল্লোল কুমার বসু, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাদশা আলমগীর, নাড়ুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহুরুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বশির আহমেদ মিনু উপজেলা যুবলীগের আহবায়ক রাসেল খান রিজু প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়। যার ফলশ্রুতিতে রাজবাড়িকে রেলওয়ে শহর প্রস্তুত করার কাজ চলছে। এই সরকারের আমলেই নির্মিত হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। শুধু তাই নয় দেশের আনাচে-কানাচে উন্নয়নের ছোঁয়া লেগে রয়েছে।