মোঃ গোলাম মোরশেদঃপাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়ানের বারকান্দ্রী গ্রামে দ্বিতীয় বিয়ের কারায় বাবা-মাকে পিটিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুই ছেলে মোঃ নাহিদ (২৭) ও মোঃ আব্দুল হাকিম (হাকু) উভয় পিতাঃ মোঃ খায়ের উদ্দিন।
স্হানীয় সুত্রে জানাযায়, বাবা মোঃ খায়ের উদ্দিনের মাথায় লাঠি দিয়ে বারবার আঘাত করে এবং মায়ের হাত ও পা ভেঙে দেয়। তাদেরকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেন স্হানীয়রা। রাতের টহল পুলিশ এ এস আই ফারুক রাস্তায় আহতদের দেখে মোঃ খায়ের উদ্দিন বাড়ি তদন্ত করে সত্যতা যাচাই করে।
এই বিষয়ে পাঁচবিবি থানার ওসির কাছে জানতে চাইলে তিনি জানান, এখন প্রযন্ত লিখত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে সুষ্ঠ তদন্তের মাধ্যমে অভিযুক্ত দের বিরুদ্ধে আইনুক ব্যবস্থা নেওয়া হবে।