জুন ৭, ২০২৩ ২:৪০ সকাল



বাদাঘাট সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে 20 টি পরিবারকে চাল ডাল বিতরণ

উজ্জ্বল হাসান সুনামগঞ্জ প্রতিনিধি
করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নির্দেশে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তাহিরপুর উপজেলার বাদাঘাট সরকারি কলেজ ছাত্রলীগপরিবার ।
জেলা সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপনের নির্দেশে ২০টি পরিবারের মধ্যে চাল, ডাল ও পেয়াজ বিতরণ করেন তাহিরপুর উপজেলা ছাত্রলীগ এবং বাদাঘাট সরকারি কলেজ ছাত্রলীগ পরিবার। এ সময় উপস্থিত ছিলেন সরকারি কলেজের প্রিন্সিপাল জনাব জুনাব আলী সহ ছাত্রলীগ নেতা আলম শেখ, হৃদয় আহমেদ, রেজাউল করিম, আবু হানিফ, রাকুবুল ইসলাম রকি, আল মামুন ,
জুয়েল, জীবন প্রমুখ।
রবিবার বিকেলে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ, মোল্লা পাড়া, দিঘীরপাড়, শিমুলতলা, ৫টি গ্রামে ২০টি পরিবারের মধ্যে প্রত্যেক্ষ পরিবারে ২কেজি চাল, ১কেজি ডাল, ১ কেজি পেয়াজ, ১লিটার তেল,১ কেজি অালু,২টা সাবান করে প্রতিটি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাদাঘাট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা হৃদয় আহমেদ জানিয়েছেন, বাদাঘাট সরকারি কলেজ ছাত্রলীগের ব্যক্তিগত তহবিল থেকে এসব সহায়তা আমরা করেছি। আগামী কয়েকদিনে সাধ্য অনুযায়ী আরো কয়েকটি গ্রামে এধরণের সহায়তা আমরা করার চেষ্টা করব



Comments are closed.

      আরও নিউজ