শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে রজব, ১৪৪৬ হিজরি

বাতাবিলেবু◾ মোঃ তৌহিদ বিন সুলতান

উচাটন মন অকস্মাৎ

ভুলে পথ রথ তফাত

এসে দাঁড়িয়ে আছে

একটি গাছ না না একটি ফুলের কাছে।

সবে বসন্তের হাঁকে

কোকিলের ডাকে

এসেছে ঝাঁকে ঝাঁকে রঙিন বসন্ত

সবে তো শুরু…. এখনই নেই তার অন্ত।

পাতায় পাতা

মাথায় মাথা

হাতে হাত ; প্রেমাতুর

ফুটতে ফুল কত্ত দূর?

 

হঠাৎ পাখি

বাতাসে ডানা আঁকি

এসেছে ফুলের দেশে

‘বাতাবিলেবু’ জিজ্ঞেস করে ‘কে সে?’

সম্পর্কিত