মার্চ ২৩, ২০২৩ ১:১২ বিকাল



বাগেরহাটের রামপালে অগ্নিকান্ডে দুই বসত ঘর বাড়ি পুড়ে ছাই ব্যাপক ক্ষয়-ক্ষতি

 

শেখ রাফসান মোংলা প্রতিনিধিঃ

বাগেরহাটের রামপালে আগুনে দুই বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (১৪ মার্চ) গভীর রাতে উপজেলার হুড়কা দক্ষিণপাড়া গ্রামে এই আগুন লাগার ঘটনা ঘটে।
আগুন লাগার তথ‌্যটি নিশ্চিত করেছেন হুড়কা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন কুমার গোলদার।
আগুনে অরুপ মণ্ডল (মানিক) ও স্কুল শিক্ষিকা নিপুণা মণ্ডলের বাড়ির বসতঘর ও রান্নাঘর পুড়ে গেছে।
ক্ষতিগ্রস্থ অরুপ মণ্ডল বলেন, রাতে ঘুমিয়ে ছিলাম, কিভাবে আগুন ধরেছে জানিনা। আগুন ঘুমানোর ঘরে আসলে আমরা টের পাই। কোনমতে ঘর থেকে বের হয়ে জীবন বাঁচিয়েছি। তবে ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান কাগজপত্র ও লেখাপড়ার সার্টিফিকেট সব পুড়ে ছাই হয়ে গেছে। ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদার বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে যাই। ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলি। ওই দুই বাড়িতে বিদ্যুৎ নেই। কয়েলের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। আমি ব্যক্তিগত কিছু সহযোগিতা করেছি। ক্ষতিগ্রস্থদের আর্থিক সহযোগিতার জন্য উপজেলা প্রশাসনের সঙ্গে কথা বলেছি।



Comments are closed.

      আরও নিউজ