মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি
মঙ্গলবার, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রজব, ১৪৪৬ হিজরি

বাগাতিপাড়ায় ১০ বিঘা জমির ফসল আগুনে পুরে ৮ কৃষকের প্রায় লক্ষাধিক টাকা ক্ষতি

স্টাফ রিপোর্টার (নাটোর) : নাটোরের বাগাতিপাড়ায় গমের নাড়াতে লাগানো আগুনে পুড়লো ১০ বিঘা জমির ফসল। এতে ৮ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন।

বুধবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার মাছিমপুর মাঠে এ ঘটনা ঘটে। পরে বাগাতিপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান, মাছিমপুর মহল্লার আয়নাল হকের জমির নাড়া পুড়তে পুড়তে আগুন চলে আসে পাশের জমিতে। জমির আল টপকে আগুন গম ও খেসারির জমিতে লেগে যায়। পাঁকা গম ও খেসারি পুড়ছে দেখে স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তত ক্ষণে পুড়ে ছাই হয়ে গিয়েছে ১০ বিঘার জমির ফসল।

ক্ষতিগ্রস্ত কৃষক রায়হান আলী ও আমির আলী বলেন, পুড়ে যাওয়া ওই সব জমির এক বিঘায় কমপক্ষে ১৫ মণ গম উৎপাদন হয়। সে হিসেবে ৯ বিঘা জমিতে আনুমানিক ১৩৫ মণ গম পুড়ে ছাই হয়ে গেছে। এর আনুমানিক মূল্য প্রায় ১ লাখ ৬২ হাজার টাকা। এছাড়া ১ বিঘা জমিতে ৫ মণ খেসারি হয়, তা পুড়ে যাওয়ায় কৃষকের ২৫ হাজার টাকার ক্ষতি হয়েছে।

এ বিষয়ে বাগাতিপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মুঞ্জুরুল আলম বলেন, গমে নাড়া পুড়াতে গিয়ে অসাবধানতাবশত অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। জমিতে এমন অগ্নিকান্ডের ঘটনা এড়াতে কৃষকদের সতর্ক থাকার আহবান জানান তিনি।

সম্পর্কিত