বাগাতিপাড়া-নাটোর প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা লেগে জাহিদ হাসান নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং শিক্ষার্থী ঈমন আলী আহত হয়েছে। আজ বুধবার বেলা ১১ঃ৩০ টার দিকে উপজেলার মুরাদপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত জাহিদ হাসান লালপুর উপজেলার শোভ গ্রামের কামাল হোসেনের ছেলে। আহত ঈমন একই গ্রামের সুজন আলীর ছেলে। তারা দুই বন্ধু বাগাতিপাড়া বিএম কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের শিক্ষার্থী।
খবর পেয়ে ঘটনা স্থানে পৌছায় বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সদস্য ও মিশ্রিপাড়া-দয়ারামপুর ফায়ার সার্ভিসের একদল প্রতিনিধি।
এসময় বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নান্নু খান ও নিহতের সহপাঠীরা বলেন, জাহিদ ও ঈমন একটি মোটর সাইকেলে এবং অপর একটি মোটর সাইকেলে আরো দুই বন্ধু কলেজ থেকে তাদের নিজ বাড়ীতে ফিরছিল। একপর্যায়ে জাহিদ অতিরিক্ত গতিতে মোটরসাইকেল চালাতে শুরু করে। মোটরসাইকেলটি মুরাদপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক পোলের সাথে ধাক্কা লেগে তারা অনেক দুরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই জাহিদ মারা যায় এবং ঈমন গুরুতর আহত হয়। ঘটনাটি স্থানীয়রা দেখতে পেয়ে ঈমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে নিহতের স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে জাহিদ হাসানের মরদেহ বাড়ীতে নিয়ে যায়।