সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

বাগাতিপাড়ায় নৌকার পক্ষে ভোট করায় হামলার শিকার কৃষক-লীগ নেতা

মোঃ আমান উল্লাহ শেখ (নাটোর) প্রতিনিধিঃ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হয়ে যাওয়া প্রায় ২১ দিন। তবুও সহিংসতা যেন দিন দিন বেড়েই চলেছে। প্রবীণ নেতা মোঃ সিরাজুল ইসলাম সুরুজ (৫১) নৌকা সমর্থকের উপর ঈগল সমর্থকের হামলার ঘটনা ঘটেছে।

সোমবার (২৯ জানুয়ারি ) সন্ধ্যা অনুমান ০৬ঃ৩০ ঘটিকায় মোঃ সিরাজুল ইসলাম সুরুজ (৫১) সাধারণ- সম্পাদক (উপজেলা আওয়ামী কৃষক-লীগ) দয়ারামপুর বাজার মসজিদে নামাজ শেষে বাগাতিপাড়া থানাধীন ৪ং দয়ারামপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন ওয়ালটন শোরুমের সামনে পাকা রাস্তার উপর দিয়ে যাচ্ছিলেন। পথে মধ্যে তাকে দেখে মোঃ মামুন আলী (৩৮) পিতা-মৃত জয়েন উদ্দিন, মোঃ আনিছুর রহমান (২৫) পিতা-মোঃ আনছার আলী, উভয় সাং- মিশ্রীপাড়া, মোঃ মিলন আলী (৩০) পিতা-মোঃ ইয়ার আলী, সাং-তারাপুর, থানা- লালপুর, মোঃ আরিফুল ইসলাম সবুজ (৩২) পিতা-মোঃ আক্কাস আলী, সাং-ডুমরাই ঢাকাপাড়া, সহ অজ্ঞাত ২/৩ জন সন্ত্রাসী তাদের হাতে থাকা এসএস পাইপ দ্বারা এলোপাথারিভাবে আঘাত করিতে থাকে এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও বিভিন্ন প্রকার ভয়ভীতি সহ প্রকাশ্যে জন সম্মুখে প্রাণ নাশের হুমকী প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।

মোঃ মিলন আলী (৩০) এসএস পাইপ দ্বারা হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাত করিলে উক্ত আঘাত হাত দ্বারা ঠেকানোর চেষ্টা করিলে বাম হাতের কনুইয়ের নিচে লাগিয়া ফাটিয়া রক্তাক্ত গুরুত্বর জখম হয়ে এবং ফাটা স্থানে ২টা সেলাই লাগে।

খবর পেয়ে তার বড় ভাই মোঃ মিজানুর রহমান (৫৩) আহত ভাইকে রক্তাক্ত অবস্থায় বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘটনা সত্যতা জানতে চাইলে মোঃ মিজানুর রহমান (ভিকটিমের বড় ভাই) বলেন, আমার ছোট ভাই ০৭ই জানুয়ারী ২০২৪ তারিখ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নৌকার সমর্থক হিসাবে প্রচার-প্রচরনা করে এবং হামলাকারীরা স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কার সমর্থক। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ঈগল মার্কা উত্তীর্ণ হওয়ায় পূর্ব বিরোধের জের ধরে তার উপর আক্রমণ করা হয়েছে।

ভিকটিম মোঃ সিরাজুল ইসলাম সুরুজ বলেন আমি মুক্তি যোদ্ধার সন্তান, মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রতীক নৌকার পক্ষে কাজ করায় আজ আমি মৃত্যুর সাথে লড়াই করছি। আমার উপর হামলাকারীদের উপযুক্ত শাস্তির দাবী জানাচ্ছি।

এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ নান্নু খান বলেন, এই ঘটনায় থানায় একটি লিখিত এজেহার দেওয়া হয়েছে। তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত