বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পাওয়া বেরোবির ম্যানেজমেন্ট বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুব্রত ঘোষ।
ক্যাম্পাস প্রতিনিধি (বেরোবি): বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী সুব্রত ঘোষ।
তিনি এর আগে বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগে অধ্যয়নকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেন।
বুধবার (১৫ মে) সংগঠনটির সভাপতি সুজন কুমার দাস এবং সাধারণ সম্পাদক জয় রাজবংশীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, হিন্দু এবং হিন্দুত্ববাদ নিয়ে আপনার চেতনা, নেতৃত্ব এবং কাজ করার আগ্রহ দেখে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে সিরাজগঞ্জ জেলার কৃতি সন্তান শ্রী সুব্রত ঘোষকে রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব অর্পণ করা হলো।
বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট প্রত্যাশা করে আপনি আপনার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সুশৃঙ্খলভাবে পালন করে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোটকে আরও গতিশীল করে তুলবেন।
এ বিষয়ে সুব্রত ঘোষ উত্তরবঙ্গের সংবাদকে বলেন, আমাকে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট যে গুরুদায়িত্ব অর্পণ করেছে আমি সেটা নিষ্ঠা, সততা ও সাহসিকতার সঙ্গে পালন করতে চাই। সেই সঙ্গে উত্তর জনপদের সকল সনাতনীদের পাশে থেকে তাদের যৌক্তিক অধিকার আদায়ে কাজ করতে চাই। আমি চাই, দেশের সকল মানুষ এক এবং একক গণতান্ত্রিক অধিকার নিয়ে বাঁচবে। এখানে কাউকে আলাদা করার কোনো সুযোগ নেই।
এ সময় তিনি কোনো প্রকার অপশক্তি যেন হিন্দু সম্প্রদায়ের মানুষদের অত্যাচার, নিপীড়ন করতে না পারে সেদিকে সজাগ থাকবেন বলে প্রতিশ্রুতি দেন। পাশাপাশি তিনি দেশ ও দশের মানুষের কল্যাণার্থে কাজ করে যাওয়ারও অঙ্গীকার করেন।