মার্চ ২৩, ২০২৩ ১:১৯ বিকাল



বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুর এর উদ্যোগে সাবান, ডেটল, ব্লিচিংপাউডার, স্প্রেসেট বিতরণ

শাহিনুল ইসলাম লিটনঃ
করোনাভাইরাস এখন বিশ্বব্যাপী আতঙ্কের নাম। বাংলাদেশের মানুষও এ ভাইরাসের কারণে এখন ঘরবন্দি। দিনমজুররা পড়েছেন বিপাকে। ফুরিয়ে গেছে অনেকের ঘরের খাবার। এমন দুর্দিনে সেই সব দুস্থ মানুষদের সাহায্যে এগিয়ে এসেছে সরকার। বেসরকারি ও ব্যক্তি উদ্যোগেও সহায়তা কার্যক্রম চলছে। এগিয়ে এসেছেন বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুর, কুড়িগ্রাম।

বাংলাদেশ ভাওয়াইয়া একাডেমি উলিপুর, কুড়িগ্রামের ব্যবস্থাপনায় আজ ৩ এপ্রিল ২০২০ সকাল ১০ টায় উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ছড়ারপাড়া, বক্সিগ্রাম, পান্ডুল ইউনিয়নের কাগজীপাড়া এবং বুড়াবুড়ী ইউনিয়নের দলবাড়ি পাড়ার ২৫০ টি পরিবারে মরণঘাতি করোনাভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও হত দরিদ্র মানুষের স্বাস্থ্য নিরাপত্তা বিধানে সুরক্ষা সামগ্রী সাবান, ডেটল, ব্লিচিংপাউডার, স্প্রেসেট বিতরণ করা হয়। একাডেমির সদস্যরা ৪ টি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিটি পরিবারে গিয়ে সামগ্রীগুলো বিতরণ করেন।



Comments are closed.

      আরও নিউজ