মার্চ ২৩, ২০২৩ ১১:০৮ বিকাল



বাংলাদেশী কিশোরদের কাছে হারল ভারতীয় ক্লাব

দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব রক্ষার মিশনে কিশোর ফুটবলাররা এখন অবস্থান করছে কলকাতার পাশ্ববর্তী শহর কল্যানীতে। কল্যানীতে আগামীকাল শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ।

বাফুফে একাডেমির ফুটবল টিম ভারতের কল্যানীতে গিয়ে আজ (মঙ্গলবার) ইউনাইটেড স্পোর্টস ক্লাব অনূর্ধ্ব-১৫ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলেছে । এই ম্যাচ জিতে নিজেদের আত্মবিশ্বাস আরো বাড়িয়ে নিতে পেরেছে বাংলাদেশী কিশোররা।

এই প্রস্তুতি ম্যাচে ভারতীয়দের বিপক্ষে বাংলাদশী কিশোর দল ৩-১ গোলে জিতেছে। ৪১ মিনিটে প্রথম গোল করে রাব্বি । দ্বিতীয় গোল করে পিয়াস আহমেদ ৫৭ মিনিটে। ৭৬ মিনিটে বিপক্ষ দলের লিতু মল্লিক ১ টি গোল করে। ৮৯ মিনিটে বাংলাদেশী আল আমিন রহমান পূনরায় গোল করলে ৩-১ ব্যবধান জিতে যায় বাংলাদেশ।

উল্লেখ্য, ২০১৯ এর এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান ও শ্রীলংকার কিশোর ফুটবলাররা।



Leave a Reply

      আরও নিউজ