বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি
বুধবার, ২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৬ হিজরি

বশেফমুবিপ্রবি সিলেট বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির আনুষ্ঠানিক যাত্রা শুরু

মোঃ আব্দুল গফুর, বশেফমুবিপ্রবি প্রতিনিধি:
বশেফমুবিপ্রবি তে সিলেট বিভাগীয় ছাত্রকল্যাণ সমিতির আনুষ্ঠানিক যাত্রা শুরু হল। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিলেট বিভাগ থেকে প্রতিবছর প্রায় অনেক শিক্ষার্থী পড়তে আসে। এতদিনে স্বীকৃত তেমন কোনো সংগঠনের অভাবে শিক্ষার্থীদের অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। নাম মাত্র কয়েকটি সংগঠন থাকলেও কাজে কর্মে তারা নিষ্প্রাণ ছিল। এজন্য আনুষ্ঠানিক ভাবে শিক্ষকদের সহায়তায় সংগঠনটি আনুষ্ঠানিক ভাবে আজ স্বীকৃতি পেল।
উপদেষ্টা মণ্ডলীয় সদস্যদের মধ্যে আছেন গণিত বিভাগের চেয়ারম্যান রিপন রায়, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক সৈয়দ আরিফুল হক এবং ফিশারিজ বিভাগের প্রভাষক রুনা আক্তার যুথী।
উক্ত কমিটিতে যারা দায়িত্ব পেলেন তাদের মধ্যে সভাপতি রিজোয়ান আহমেদ (গণিত বিভাগ), সাধারণ সম্পাদক আবিদুর রহমান (সিএসই বিভাগ), সিনিয়র সহ-সভাপতি সুমন দেবনাথ স্বস্তিক (ইইই বিভাগ ) ও মোঃআমজাদ হোসেন ( সমাজকর্ম বিভাগ) সহ-সভাপতি ফয়সাল আহমেদ (সিএসই বিভাগ ),সমীর বৈষ্ণব সাম্য (সমাজকর্ম বিভাগ) আসাদ-উজ জামান (সমাজকর্ম বিভাগ) , যুগ্ম সাধারণ সম্পাদক তাসনিম হক আখিঁ (সিএসই বিভাগ) ও নাদিয়া বেগম (সিএসই বিভাগ) সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হামজা (গণিত বিভাগ ), দপ্তর সম্পাদক মোঃ কায়কোবাদ নিপু(ইইই বিভাগ), উপ-দপ্তর সম্পাদক শারমিন খাঁন(ব্যবস্থাপনা বিভাগ), অর্থ সম্পাদক ছাবিকুন নাহার (সমাজকর্ম বিভাগ), প্রচার সম্পাদক দিপা রাণী দাশ (সমাজকর্ম বিভাগ),উপ-প্রচার সম্পাদক আকাশ আহমেদ ফাহাদ (সিএসই বিভাগ) সদস্য মাদিহা তানসিম (জিওলজি বিভাগ) ও আকিলা কানিজ সরকার (ফিশারিজ বিভাগ) উল্লেখযোগ্য।

সমিতির সভাপতি রিজোয়ান আহমেদ বলেন-বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিলেট বিভাগীয় ছাত্রকল্যান সমিতি যেন জামালপুরের বুকে এক টুকরো সিলেটের প্রতিচ্ছবি। এটি একটি সংগঠন নয় এটি আমাদের একটি পরিবার। আমাদের সম্মানিত উপদেষ্টা মণ্ডলী, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আমাদের উপর আস্থা রেখে এই সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে গুরুদায়িত্ব অর্পণ করেছেন তা সুষ্ঠুভাবে পালন করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো।

বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু করে। শুভেচ্ছা বিনিময় কালে মাননীয় উপাচার্য সংগঠনটির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং মত বিনিময় করেন।
এসময় নব নির্মিত সংগঠনটির উপদেষ্টা মণ্ডলী এবং দায়িত্ব প্রাপ্ত সবাই উপস্থিত ছিলেন।

সম্পর্কিত