মার্চ ৩১, ২০২৩ ১১:৩৮ সকাল



বর্তমান মন্ত্রীসভার বর্ষপূর্তিতে রৌমারী ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র‌্যালি

এস,এম,এ মোমেন,রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় বর্তমান সরকারের মন্ত্রীসভার বর্ষপূর্তিতে রৌমারী উপজেলা ছাত্রলীগের উদ্যোগে অানন্দ র‌্যালি করে অদ্য সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়।

অানন্দ র‌্যালিটি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্রেক্স থেকে বের হয়ে রৌমারীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মুক্তিযোদ্ধা কমপ্রেক্সে এসে শেষ হয়।এ সময় বক্তব্য রাখেন ছাত্র লীগ নেতা নুর অালম,মারুফ শিক্ত,জাহিদ হাসান সুমন,
নাজমুল হাসান জুয়েল ,মাইদুল ইসলাম,ফাহিম অাবরার মাসুক, রাফিউজামান হৃদয় প্রমুখ।
ছাত্রনেতা নুর অালম বলেন,৩০ ডিসেম্বর একাদশ সংসদ
নিবার্চনে বাংলাদেশ অাওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ অাসন পেয়ে সরকার গঠন করে।বর্তমান সরকারের মন্ত্রীসভায় কুড়িগ্রামের কৃতিসন্তান মো: জাকির হোসেন এমপিকে অন্তভুর্তির জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ছাত্রলীগ নেতা নাজমুল হাসান জুয়েল বলেন,বর্তমান সরকারের ১১মাসে ১১জন সফল মন্ত্রীর তালিকায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো:জাকির হোসেন এমপি রয়েছেন।সফল প্রতিমন্ত্রী জননেতা জাকির হোসেন এমপিকে মন্ত্রীসভায় পুর্ণমন্ত্রী হিসাবে পদোন্নতি দেওয়ার জন্য
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
শুভ দৃ্ষ্টি কামনা করেন।

উপস্হিত ছিলেন- রাকিবুল হাসানরকিব,বিপ্লব,বেলাল,সোহেল,অপুর্ব, রফিক,জনি মন্ডলসহ আরোও অনেকে।



Comments are closed.

      আরও নিউজ