শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বরিশালে শ্রমিকদের ১৯ দফা দাবিতে সমাবেশ অনুষ্ঠিত

মোঃ সিরাজুল হক রাজু স্টাফ রিপোর্টার:শ্রমিক-কর্মচারীদের নিয়োগপত্র, সার্ভিস বই, চাকরির নিরাপত্তা, ন্যূনতম মজুরি গ্রেড, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ ১৯ দফা দাবিতে বরিশালে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা শাখার আয়োজনে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ১০টার দিকে নগরের সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন বরিশাল জেলা ট্রেড ইউনিয়নের সভাপতি এ কে আজাদ।
বক্তব্য দেন- সংগঠনটির সহ-সভাপতি স্বপন দত্ত, সাধারণ সম্পাদক আলাউদ্দিন মোল্লা, নৌযান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল হাসেম।
এতে বক্তারা শ্রমিকদের অবাধ ট্রেড ইউনিয়ন নিশ্চিত করা, কর্মক্ষেত্রে নিরাপত্তাসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।তারা বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে এলেও যথাযথ কর্তৃপক্ষ তা কর্ণপাত করছে না। বর্তমানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকরা হাপিয়ে ওঠেছেন।সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান নেতারা।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত