বেরোবি প্রতিনিধি: দেশের ফেনী, নোয়াখালীসহ ১২ জেলায় দেখা দেওয়া আকস্মিক বন্যায় বন্যার্তদের সহায়তায় একদিনের বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) কর্মকর্তারা।
রবিবার (২৫ আগস্ট) অফিসার্স অ্যাসোসিয়েশনের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের সাবেক সহকারী পরিচালক ও অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি তাপস বলেন:
“আজ (রবিবার) আমাদের এক্সিকিউটিভ বডির মিটিং হয়েছে। সেখানে সকল সদস্যরা একদিনের স্যালারি মাননীয় প্রধান উপদেষ্টার তহবিলে জমা দিতে একমত হয়েছেন।”
- আর আহমেদ