বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

বদলগাছীর কেশাইলে কাঠের দোকানের আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট

মোঃ সারোয়ার হোসেন অপু,নওগাঁ জেলা প্রতিনিধিঃনওগাঁর বদলগাছী উপজেলার ৫নং কোলা ইউনিয়নের কেশাইল বাজারে আগুন লেগে একটি দোকান পুড়ে গেছে।

আজ সোমবার (১৩ মে) ভোর ৪ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সরজমিনে গেলে জানা যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।

খবর পেয়ে জয়পুরহাটের আক্কেলপুর ও নওগাঁর বদলগাছীর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, প্রতিদিনের মতো রবিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ ভোর ৪:৩০ টার দিকে খবর পান বাজারে আগুন লেগেছে। আগুনে সিরাজ ইসলামের মালিকানাধীন একটি কাঠের দোকান ও একটি সেলুনের দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে কীভাবে আগুন লেগেছে তা বলতে পারেনি । আগুনে তাদের কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা।

সোমবার (১৩মে) সকালে বদলগাছী ফায়ার স্টেশন অফিসার মোঃ আব্দুল খালেক এ তথ্য নিশ্চিত করেছেন।

সম্পর্কিত