বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বদলগাছীতে জাতীয় কন্যা দিবস পালিত

মোঃ সারোয়ার হোসেন অপু,নওগাঁ প্রতিনিধিঃ
কন্যার শিশুর স্বপ্নে গড়ি আগামীর বাংলাদেশ,এই প্রতিবাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বদলগাছীতে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত হয়েছে। কুইজ,রচনা প্রতিযোগিতা,আলোচনা সভা সহ নানাবিধ কর্মসূচীর মধ্যে দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।
৩০ সেপ্টেম্বর সোমবার জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে উপজেলার বদলগাছী লাবণ্য প্রভা কমিউনিটি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০ টায় দিবসটি অনুষ্ঠিত হয় ।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদের সভাপতিত্বে ও তথ্যসেবা কর্মকর্তা সন্ধ্যা লিন্ডুয়ার সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা মৎস্য কর্মকর্তা রাফিয়া আফরিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাবরিন মোস্তারি, সহকারী শিক্ষা অফিসার রেবেকা সুলতানা, পরিবার পরিকল্পনা অফিসার সুবাস আচার্জ্য,সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
বদলগাছী মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ ফেরদৌস হোসেন ও সাধারণ সম্পাদক আবু রায়হান লিটনের নেতৃত্বে সভায় উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদ হোসেন , সাংগঠনিক সম্পাদক এনামুল কবীর এনাম, দপ্তর সম্পাদক মোঃ সারোয়ার হোসেন অপু, সদস্য সাদেকুল ইসলাম উজ্জ্বল, সদস্য উজ্জ্বল নূর সহ আরও অনেকে।
পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার প্রতিযোগিদের মাঝে পুরুষ্কার বিতরণীর মধ্য দিয়ে সমাপ্তি ঘোষণা করা হয়।

সম্পর্কিত