সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

বদলগাছীতে গাছ থেকে বাঁশের খুঁটির উপর পড়ে শ্রমিকের মৃত্যু

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে গাছ থেকে পড়ে শফিকুল ইসলাম পোঁকাড়ী (৪৫) নামে এক গাছকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার সকালে উপজেলার মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত শফিকুল উপজেলার মিঠাপুর ইউনিয়নের মিঠাপুর পশ্চিম পাড়া এলাকার মৃত কমলা ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বদলগাছী উপজেলার মিঠাপুর ইউপির পুকুর পাড় এলাকায় মমিনের গাছ কেনেন মিঠাপুর এলাকার গাছ ব্যবসায়ী লিটন। বৃহস্পতিবার সকালে লিটন তার শ্রমিক শফিকুলকে গাছ কাটার জন্য কাজে লাগিয়ে দেন। ঝুঁকিপূর্ণ গাছের ডালপালা কাটতে গাছের উপরে উঠেন শফিকুল। এ সময় অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে কবরস্থানের বাঁশের খুঁটির উপর পড়ে যান। এতে বাঁশের খুঁটি তার পেটে ঢুকে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শফিকুল।

 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, নিহত শফিকুল দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গাছকাটা শ্রমিকের কাজ করতেন। বৃহস্পতিবার সকালে গাছ থেকে পড়ে গিয়ে তার মৃত্যু হয়েছে।

সম্পর্কিত