শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বদলগাছিতে রাস্তার কাজে নিয়োজিত গাড়ির চাপায় মৃত্যু ১

এবিএস রতন, নওগাঁর প্রতিনিধিঃ নওগাঁ বদলগাছীতে রাস্তার কাজে নিয়োজিত গাড়ীর চাপা পড়ে মালা পারভীন (৩৮) নামে এক নারী পথচারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন শারমিন নামে অপর এক নারী পথচারী। উপজেলার কাদিবাড়ি শরিফ উদ্দিনের মেয়ে আহত শারমিন বলেন চৌরাস্তা থেকে বাড়ি যাওয়ার জন্য ভ্যান এ উঠতে ঐ গাড়ি চাঁপা দেয় ঘটনাস্থলে একজনের মৃত্যু ঘটে। এ ঘটনায় বদলগাছী থানা পুলিশ মোটর গ্রেডার মেশিনটি আটক করেছে।

শনিবার দুপুর আনুমানিক ১২টায় বদলগাছীর উপজেলা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মালা (৩৮) নওগাঁ সদর উপজেলার সুলতানপুর গ্রামের মো. স্বপনের স্ত্রী। তিনি বদলগাছী মহিলা কলেজ গেটে দীর্ঘদিন থেকে ভাড়া বাসায় থাকতেন।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান মুঠোফোনে জানান, বাজার থেকে বাড়ি ফেরার সময় চারমাথা এলাকায় পৌঁছালে পিছন থেকে মোটর গ্রেডারটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন মালা পারভীন। আহত হন শারমিন নামে অপর এক পথচারী। তিনি বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ভিকটিমের পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দায়ের করেনি বলেও জানান তিনি।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত