বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি
বুধবার, ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ২রা জিলকদ, ১৪৪৬ হিজরি

বদরগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় স্কুল ছাত্রীর বিষপানে আত্মহত্যা

মোঃ ইখলাছুর রহমান রংপুর :রংপুরের বদরগঞ্জে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় সুমাইয়া(১৫)নামে এক স্কুল শিক্ষার্থীর বিষপানে আত্নহত্যার
খবর পাওয়া গেছে।সুমাইয়া উপজেলা মধুপুর ইউনিয়ন উত্তর বাওচন্ডির কচুয়াপাড়া গ্রামে লোকমান হোসেনের মেয়ে।সে এবার আউলিয়াগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছিল।পরীক্ষায় এক বিষয়ে ফেল করায় নিজ বাড়িতে জমিতে দেওয়া কীটনাশক ঔষুধ পান করে।এতে পরিবারের লোকজন উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কিছুক্ষণ পর মারা যায়।

মারা যাওয়া মেয়েটির এক স্বজন বলেন, সুমাইয়ার স্কুল থেকে ৯জন মেয়ে পরীক্ষা দিয়েছিল তার মধ্যে সুমাইয়া এক বিষয়ে ফেল করলে তার মন খারাপ হয়।পরের দিন সকালে পরিবারের অজান্তে ঘরে রাখা কীটনাশক পান করে।

বদরগঞ্জ উপজেলা হাসপাতালে উপসহকারী কমিউনিটি চিকিৎসক ডাঃ মনির হোসেন বলেন, মেয়েটি বিষপান করার পর হাসপাতালে নিয়ে আসার পর মারা যায়।

বদরগঞ্জ থানার ওসি তদন্ত মনোয়ার জাহান বলেন, মৃত্যুর কারন বিষপান হওয়ায় ও পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত