শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

কুষ্টিয়া জেলা প্রতিনিধি:স্বাধীনতা অর্জনের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেশে ফেরার দিনটি নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে বাংলাদেশে।

মুক্তিযুদ্ধে বিজয়ের ২৪ দিন পর পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা শেখ মুজিব। দিনটি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

আজ বুধবার সকাল সাড়ে ১১ টায় কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী কুমারখালী সরকারি কলেজের উদ্যোগে কলেজ মাঠের সবুজচত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন করা হয়।

এসময় কুমারখালী সরকারি কলেজের অধ্যক্ষ মোল্লা মোঃ রুহুল আমিন এর সভাপতিত্বে শিক্ষক শিক্ষার্থীর উপস্থিতিতে বক্তব্য রাখেন উক্ত কলেজের অধ্যক্ষ মোল্লা মোঃ রুহুল আমিন, উপাধ্যক্ষ বিনয় কুমার সরকার,রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক শবনম মুস্তারী,মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক খাদেমুল ইসলাম,ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক চিত্তরঞ্জন নাথ, বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক আজিজুল হক স্বপন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আজিজুল হক স্বপন, শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক এনামুল হক ও মহুয়া আক্তার।

সম্পর্কিত