শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

‘বঙ্গবন্ধু’ অ্যাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃজাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও বাংলাদেশ সৃষ্টির ইতিহাসসমৃদ্ধ ‘বঙ্গবন্ধু’ অ্যাপ-এর শুভ উদ্বোধন ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার এই অ্যাপ উদ্বোধন করে তিনি বলেন, এই এ্যাপ-এর মাধ্যমে মানুষ জাতির পিতার বর্ণাঢ্য কর্মময় জীবন সম্পর্কে খুব সহজেই জানার সুযোগ পাবে। সেই সঙ্গে আমাদের মহান স্বাধীনতার সঠিক ইতিহাস জনগণের মধ্যে ছড়িয়ে দেওয়ার ডিজিটাল প্লাটফর্ম তৈরি হয়েছে।

এ সময় তিনি মহতী এই উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস এম ফারুকী হাসান, রাজী মোহাম্মদ ফখরুল, লুৎফুর রহমান, রেজাউল মাকসুদ জাহেদী, লে. কমান্ডার মসিউল, জামিলুর রহমান, মো সুমন মিয়া প্রমূখ। অ্যাপটি দুর্বার টেকনোলজিস লিমিটেড দ্বারা নির্মিত।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত