সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানালেন বাগেরহাট-৪ আসনের সোহাগ

কলি আক্তার, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাগেরহাট ৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।
২৮ নভেম্বর মঙ্গলবার বিকেলে তিনি টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

পরে পবিত্র ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন তিনি। এসময় মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেটমো. শাহ-ই আলম বাচ্চু, শরণখোলা উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত ও মোরেলগঞ্জ-শরণখোলা উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ দুই উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ তার সাথে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে বাগেরহাটের খানজাহান আলী (রহ) এর মাজার জিয়ারত করেন#

সম্পর্কিত