মার্চ ২৩, ২০২৩ ১:৩৫ বিকাল



বগুড়া শেরপুরে বিনা প্রয়োজনে ঘোরাঘুরি করায় ৫ জনকে জরিমানা করলেন। এসিল্যান্ড জামশেদ আলম রানা

 

বগুড়া প্রতিনিধি মোঃ মাহিদুল হাসান (মাহি)
বগুড়ার শেরপুরে সরকারি বিধিনিষেধ না মানায় ৫জনকে জরিমানা করা হয়েছে। ২৭মার্চ ২০২০ইং রোজঃ শুক্রবার বিকেল ০৫:০০ঘটিকায় উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী বাজার, ছাতিয়ানী বাজার, রনবীরবালা ঘাটপাড়,মির্জাপুর বাজার, শুভগাছা বাজার, এলাকায় বগুড়া শেরপুরের এসি ল্যান্ড জামশেদ আলম রানার নেতৃত্বে সরকারি আদেশ অবমাননা করে অহেতুক ঘোরাঘুরি করায় ও মাক্স না থাকায় ৩ জনকে জরিমানা করা হয়েছে। এ সময় তিনি বলেন আপনারা কেউ অহেতুক ঘোরাঘুরি করবেন না। সবাই দয়াকরে বাসায় অবস্থান করুন, জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে অহেতুক আড্ডাবাজী করবেন না।



Comments are closed.

      আরও নিউজ