বগুড়া সংবাদদাতা মোঃ মাহিদুল হাসান (মাহি) আজ ২৭/০৩/২০২০ইং রোজ শুক্রবার বিকেল ৫:৩০ মিনিটে উত্তর চোলোপাড়ার ক্রীড়া ও সামাজিক সংগঠন ফাইটার ক্লাব নিজ উদ্যেগে সাধারণ জনগনের মাঝে করোনা ভাইরাস থেকে সচেতন করতে এবং সাবধানতার জন্য মাস্ক বিতরণ করেন,এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া পৌরসভার ৬নং ওয়ার্ডের সন্মানিত কাউন্সিলর পরিমল চন্দ্র দাস। সারা বিশ্বে এখন সবচেয়ে বড় আতংকের নাম নোভেল করোনা ( কোভিড-১৯) ভাইরাস। প্রতিদিন এই মরণ ব্যধি ভাইরাসে সারা বিশ্বে হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে ও মৃত্যু বরণ করছে। বর্তমান আমাদের দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৫২ এবং মারা গেছে ৫ জন ব্যক্তি। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় সাড়ে ৫ লাখেরও বেশি ও মারা গেছে ২৫ হাজারেরও বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে এক দিনে রেকর্ড ১৭ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছে। যত দিন যাচ্ছে ততই আরো ভয়ংকর রুপ নিচ্ছে নোভেল করোনা, এরই ধারাবাহিকতায় জনগনকে সাবধান ও সচেতন করতে এই মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়, এতে আরো উপস্থিত ছিলেন ক্লাবটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ সকল সদস্য বৃন্দ।