মার্চ ৩১, ২০২৩ ১:১৩ বিকাল



বগুড়ায় ভ্যানকে সাইড দিতে গিয়ে বাস খাদে, নিহত ২

নিজস্ব প্রতিবেদক জয়পুরহাট টাইমসঃ বগুড়ায় একটি যাত্রীবাহী বাস অটোভ্যানকে সাইড দিতে গিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে দুইজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১০ জন।

বুধবার সকাল ১১টার দিকে বগুড়া-জয়পুরহাট মহাসড়কের শিবগঞ্জে এ দুর্ঘটনা ঘটে। বাসটি জয়পুরহাট থেকে বগুড়া যাচ্ছিল।

নিহতদের মধ্যে একজনের নাম দিলবর (৩৫)। তবে আরেকজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাসটি একটি অটোভ্যানকে সাইড দিতে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। এ সময় বাসের চাপায় ২ জন নিহত হয়। আহত হয় অন্তত আরও ১০ জন।

শিবগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, বাসটি উল্টে গিয়ে খাদে পড়ে গেলে ২ জন মারা যায়। শিবগঞ্জ ফায়ার সার্ভিস বাসটি উদ্ধারে কাজ করছে।



Comments are closed.

      আরও নিউজ