০১/০৪/২০২০
বগুড়া প্রতিনিধি মোঃ মাহিদুল হাসান (মাহি)
বগুড়ায় করোনা উপসর্গ নিয়ে শিশুর মৃত্যু
বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে থাকা অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে।০১-০৪-২০২০ইং রোজঃ বুধবার সন্ধ্যায় সিয়াম নামের ১৩ বছরের ওই শিশু মৃত্যু হয়।
তার বাড়ী গাবতলী উপজেলার মহিষাবান গ্রামে। বগুড়ার সিভিল সার্জন গওসুল আজীম জানান, সকালে সর্দি কাশি নিয়ে শিশুটিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করা হয়। বিকেল ৩ ঘটিটায় শজিমেক থেকে মোহাম্মদ আলী হাসপাতালের করোনা আইসোলেশনে রাখা হয়। সন্ধ্যায় তার মৃত্যু হয়।
আবাসিক চিকিৎসক ডা; শফিক আজীম কাজল জানান, করোনার উপসর্গ ছিল তবে নমুনা পরীক্ষা ছাড়া করোনা বিষয়টি নিশ্চিত করে বলা যাবে না।