শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বগুড়া সদর উপজেলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের মাঝে ঘর, বাইসাইকেল এবং ছাত্র-ছাত্রীদের শিক্ষাবৃত্ত বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃবগুড়া সদর উপজেলায় ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের মাঝে একটি ঘর দুইজন ছাত্রীকে বাইসাইকেল এবং তিরিশ জন ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষাবৃত্ত বিতরণ করেন বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।

সোমবার সদর উপজেলা পরিষদের হল রুমে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ সময়ে উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু সুফিয়ান শফিক ও সদর উপজেলা নির্বাহী অফিসার ফিরোজা পারভীন। আরো উপস্থিত ছিলেন সহকারী ভূমি কমিশনার রেদা রেজায়ানুল হক, ভাইস চেয়ারম্যান ডালিয়া নাসরিন রিক্তা, এইচ এম ইকবাল , নামুজা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, শাখারিয়া ইউপি চেয়ারম্যান প্রভাষক এনামুল হক রুমি, এরুলিয়া ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, শেখেরকোলা প্যানেল চেয়ারম্যান মীর্জা সেলিম, প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদসহ সদরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ছাত্রছাত্রীবৃন্দ। এরপর দোস্ত দক্ষ নারীদের মাঝে সেলাই মেশিন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সম্পর্কিত