মঙ্গলবার, ১৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি

বগুড়া শেরপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

মোঃ রাকিবুল ইসলাম রাকিব বগুড়া জেলা প্রতিনিধিঃ- বগুড়া শেরপুরে ফসলি জমির মাটি কাটায় ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মোঃ সাহেব আলী সে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা গ্রামের বাসিন্দা।

শনিবার (২ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, উপজেলার বিশালপুর ইউনিয়নের পানিসাড়া গ্রামে বেশকিছুদিন ধরে জলাশয় সংস্কারের নামে ফসলি জমির মাটি কাটা হচ্ছিল। অভিযুক্ত মাটি ব্যবসায়ী সাহেব আলী ওই স্থান থেকে মাটি কেটে স্থানীয় এলাকাসহ ইটভাটায় বিক্রি করছিল। এই খবর পেয়েই গত (১ ডিসেম্বর) শুক্রবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। এসময় তাকে হাতেনাতে আটক করা হলে মাটি কাটার বিষয়টি স্বীকার করে।

পরে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মাটি ব্যবসায়ী সাহেব আলীকে এক লক্ষ টাকা জরিমানা করেন। সেইসঙ্গে অনুমতিবিহীন যেন মাটি কাটতে না পারে সেজন্য স্থানীয় ইউপি সদস্য গোলাম হোসেনকে মাটিকাটার যন্ত্র (এসস্কেভেটর) জিম্মায় দেওয়া হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত