সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি
সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৬ হিজরি

বগুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

মোঃ ছানোয়ার হোসেন, শাজাহানপুর(বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া জেলার আলু চাষী ও আলু ব্যবসায়ীদের নিয়ে বগুড়া জেলা ব্যবসায়ী সমিতির উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুরে বগুড়ার শাজাহানপুর উপজেলার নয়মাইল এলাকায় এই সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়।
বগুড়া জেলা আলু ব্যবসায়ী সমিতির সভাপতি  শাহাদাত হোসেন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল বাশার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর থানা পুলিশের পরিদর্শক(ওসি) ওয়াদুদ আলম, অগ্রণী ব্যাংক নয়মাইল হাট শাখার ব্যবস্থাপক সোহেল রানা, শেরপুর হাইওয়ে থানার ওসি আজিজুল ইসলাম, বিশিষ্ট ঠিকাদার আমিনুল ইসলাম জোয়ারদার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি ব্যবসায়ী বাদশা সরকার প্রমুখ।
এ সময় হাট ইজারাদারদের  অতিরিক্ত খাজনা আদায় ও হিমাগারে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে প্রান্তিক আলু চাষী ও ব্যবসায়ী মধ্যে বক্তব্য রাখেন শিবগঞ্জ কিচক ব্যবসায়ী মোস্তফা,হেলাল হাজী, নন্দীগ্রামের ব্যবসায়ী তাজনুর রহমান, শাজাহানপুরে ব্যবসায়ী সুলতান,দাড়িগাছা তোতা মেম্বার, নুরুন্নবী প্রমুখ।
সভায় আলু ব্যবসায়ীরা বক্তব্য বলেন,এমনিতে আলুর দাম কম, তার ওপর হিমাগারের ভাড়া অযৌক্তিকভাবে বৃদ্ধি করায় ক্ষুদ্র আলু ব্যবাসায়ীদের সংকটে পড়বে। এতে প্রান্তিক চাষিরাও ক্ষতির মুখে পড়বেন, যার প্রভাব অর্থনীতিতে পড়বে।
আলু ব্যবসায়ী তোতা মিয়া বলছেন, এ বছর আলু উৎপাদনে খরচ বেড়েছে। মৌসুমের শুরুতে বাড়তি দামে বীজ, সার, কীটনাশক কিনে আবাদ করতে গিয়ে বেশি অর্থ ব্যয় করতে হয়েছে।
এদিকে বার্ষিক সাধারণ সভা শেষে ৬২০ জন সদস্যদের সর্ব সম্মতিক্রমে স্থানীয় হাট ইজারাদারের অতিরিক্ত খাজনা আদায় ও হিমাগারে ভাড়া বৃদ্ধি প্রতিবাদে আগামীকাল রবিবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিবেন বলে ঘোষণা দেন জেলা আলু ব্যবসায়ী এসোসিয়েশন।

সম্পর্কিত