সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি
সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ, ৩০শে শাওয়াল, ১৪৪৬ হিজরি

বগুড়ার আদমদীঘিতে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টারঃবগুড়ার সান্তাহার-বোনারপাড়া রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় (৬৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে সান্তাহার থানা পুলিশ।

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সকালে আদমদীঘি উপজেলার নসরতপুর রেলওয়ে স্টেশনের কোচকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তির পড়নে ফুলপ্যান্ট, চেক জ্যাকেট ও হলুদ কালো রংয়ের গেঞ্জি ছিল। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
স্থানীয়রা জানান, গত শনিবার সন্ধ্যা ৭টার দিকে অজ্ঞাত পরিচয় ব্যক্তিটি রেললাইনের পাশ ঘেঁষে হেঁটে নসরতপুর স্টেশনের দিকে যাচ্ছিলেন। এ সময় সান্তাহার থেকে বোনারপাড়াগামী লোকাল ট্রেনের ধাক্কায় তিনি পড়ে গিয়ে মারা যান।
সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান, আজ রোববার অজ্ঞাত পরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এছাড়া লাশের পরিচয় শনাক্ত করার জন্য ডিএনএ সংগ্রহ করা হয়েছে।

সম্পর্কিত