শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি
শনিবার, ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বগুড়ায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃবগুড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবাসহ মোঃ রবিউল ইসলাম নয়ন(২২) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি, রংপুরের মিঠাপুকুর উপজেলার তাজুরপাড়া এলাকার আবু তাহের মিয়ার ছেলে মোঃ রবিউল ইসলাম নয়ন।
এ সকল তথ্য নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রাজিউর রহমান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল বিসমিল্লাহ হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় ঢাকা থেকে তেতুলিয়া গামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এর এক পর্যায়ে নয়ন নামের ওই যাত্রীর জিন্স প্যান্টের সামনের ডান পকেটে স্কচটেপ মোড়ানো ১০(দশ)টি নীল রংয়ের পলি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে ২০০ (দুই’শ) পিস করে মোট ২০০০(দুই হাজার) পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। এছাড়াও সীম সহ একটি মোবাইল ও বাসের একটি টিকিট জব্দ করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ির বিরুদ্ধে বগুড়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

সম্পর্কিত

মাত্রই প্রকাশিত