রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি
রবিবার, ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে রজব, ১৪৪৬ হিজরি

বগুড়ায় হত্যা মামলার আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

সাব্বির আহমেদ সাকিল (স্টাফ রিপোর্টার)ঃবগুড়ার শাজাহানপুর উপজেলার জুনায়েদ আহমেদ (১৭) হত্যা মামলার আসামি মো. রাসেলকে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাব । গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) র‍্যাব-১২ ও র‍্যাব-১৪ যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কালাইড়পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ।

গ্রেপ্তারকৃত রাসেল বগুড়ার বিহারী কলোনী এলাকার ইয়াসিন আলীর ছেলে ।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র‍্যাবের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন ।

কোম্পানি কমান্ডার জানান, গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-১২ ও র‍্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কালাইড়পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । আসামির বিরুদ্ধে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা, সদর থানায় একটি অস্ত্র মামলা এবং চাঁদাবাজি ও মারপিট মামলা আছে ।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে ।

এর আগে গত বছরের ২১ অক্টোবর রাতে পূজামন্ডপ দেখার জন্য অটোরিক্সায় বেজোড়া যাওয়ার পথে অজ্ঞাত ৯-১০ জনের মোটরসাইকেল আরোহীর সাথে কথা কাটাকাটির জেরে জুনায়েদ খুন হন ।

সম্পর্কিত