সাব্বির আহমেদ সাকিল (স্টাফ রিপোর্টার)ঃবগুড়ার শাজাহানপুর উপজেলার জুনায়েদ আহমেদ (১৭) হত্যা মামলার আসামি মো. রাসেলকে (২২) গ্রেপ্তার করেছে র্যাব । গতকাল সোমবার (৫ ফেব্রুয়ারি) র্যাব-১২ ও র্যাব-১৪ যৌথ অভিযানে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কালাইড়পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ।
গ্রেপ্তারকৃত রাসেল বগুড়ার বিহারী কলোনী এলাকার ইয়াসিন আলীর ছেলে ।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন র্যাবের কোম্পানি কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন ।
কোম্পানি কমান্ডার জানান, গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-১২ ও র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার কালাইড়পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । আসামির বিরুদ্ধে শাজাহানপুর থানায় একটি হত্যা মামলা, সদর থানায় একটি অস্ত্র মামলা এবং চাঁদাবাজি ও মারপিট মামলা আছে ।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য বগুড়া জেলার শাজাহানপুর থানায় সোপর্দ করা হয়েছে ।
এর আগে গত বছরের ২১ অক্টোবর রাতে পূজামন্ডপ দেখার জন্য অটোরিক্সায় বেজোড়া যাওয়ার পথে অজ্ঞাত ৯-১০ জনের মোটরসাইকেল আরোহীর সাথে কথা কাটাকাটির জেরে জুনায়েদ খুন হন ।