বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বগুড়ায় স্বেচ্ছাসেবক দলের নেতা মিজান হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার ২

শাকিল আহম্মেদ (বগুড়া)স্টাফ রিপোর্টার:

বগুড়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিজান হত্যাকাণ্ডের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের রজাকপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া সদর উপেজেলার রজাকপুর এলাকার মমতাজুর রহমানের ছেলে আহসান হাবীব এবং একই এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে মোঃ হান্নান।

এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজ হাসান।

ওসি মুস্তাফিজ হাসান জানান, ‘নিহত মিজানের স্ত্রী সালমা আক্তার নিশার দায়ের করা হত্যা মামলার দুই আসামি আহসান হাবীব ও হান্নানকে গ্রেফতার করে শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর রাতে আধিপত্য বিস্তার ও পূর্ববিরোধের জেরে বগুড়া সদর উপজেলার গোকুল বাজার এলাকায় মিজানুর রহমান মিজানকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মিজান বগুড়া সদর উপজেলার গোকুল উত্তরপাড়া এলাকার আফসার আলী সাকিদারের ছেলে।

সম্পর্কিত