বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
বৃহস্পতিবার, ৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৩০শে রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

বগুড়ায় সরকারী মজিবুর রহমান মহিলা কলেজে স্বাধীনতা দিবস উদযাপন

মোঃকামরুজ্জামান সম্পদঃ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারী মজিবুর রহমান মহিলা কলেজের আয়োজনে প্রভাত ফেরীতে র‍্যালি বের করা হয়।

মঙ্গলবার সকালে র‍্যালি শেষে কলেজ চত্বর শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়। পুষ্পমাল্য অর্পণ শেষে শিক্ষক পরিষদের সম্পাদক ও জাতীয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির তাৎপর্য সম্বন্ধে প্রধান অতিথির বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউন নবী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডঃ মোঃ বেলাল হোসেন।আলোচকের বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ডঃ মীর ত্বাইফ মামুন মজিদ, রসায়ন বিভাগের প্রভাষক শাহান শাহ্। আরোও বক্তব্য রাখেন অত্র কলেজের ছাত্রী, শিক্ষক শিক্ষিকা মন্ডল। এ সময় অত্র কলেজের সকল শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত